Techshohor
[ June 30, 2019 by maker 0 Comments ]

ছাড় উপহারের স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট গ্যাজেটপ্রেমীদের নতুন সব ডিভাইস পরখ করে দেখা ও মূল্যছাড়-উপহারসহ কেনার সুযোগ দিতে আবার বসছে স্মার্টফোন ও ট্যাব মেলা।

বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে গ্রীষ্মকালীন এই মেলা। তিন দিনের মেলা চলবে শনিবার পর্যন্ত।

রোববার সংবাদ সম্মেলন করে মেলার আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।

প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টফোনের গ্যাজেট নিয়ে এটি ১২তম আসর।

তিনি জানান, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশী-বিদেশী সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।

নতুন পণ্যের পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া, বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো রয়েছেই।

মেলায় হুয়াওয়ে, স্যামসাং, অপ্পো, ভিভো, শাওমি, মটোরোলাসহ আরও কিছু ব্র্যান্ডের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে আয়োজনের প্লাটিনাম স্পন্সর হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, মেলায় নতুন বেশ কিছু অফার থাকছে। থাকবে হট সামার, কুল অফার। এছাড়াও, আরও অফার থাকবে। মেলায় স্মার্টফোনের পাশাপাশি অ্যাক্সেসরিজ আনছে হুয়াওয়ে। তরুণদের জন্য থাকছে স্মার্টওয়াচ। নতুন কিছু অফার মেলাতেই পাওয়া যাবে।

মেলার আরেক প্লাটিনাম স্পন্সর স্যামস্যাংয়ের মোবাইলের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার, ছাড়। থাকবে নতুন দুটি ট্যাব। তরুণদের জন্য থাকবে গেইমিং জোন। যেখানে স্যামসাংয়ের ফোনে গেইমিং অভিজ্ঞতা নেওয়া যাবে।

প্লাটিনাম স্পন্সর অপ্পো বাংলাদেশের মার্কেটিং ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি বলেন, দেশে নতুন সিরিজ অপ্পো রেনো এনেছে অপ্পো। এছাড়াও নতুন হ্যান্ডসেট থাকবে। থাকবে ছাড় ও অফার।

গোল্ড স্পন্সর ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ২০১৭ সালে শুরু করে ভিভো দেশে এখন খুব জনপ্রিয় ব্যান্ড। ভিভো নতুন গেইমিং ফোন আনছে। থাকছে আকর্ষণীয় ছাড়, অফার ও ক্যাশব্যাক।

আরেক গোল্ড স্পন্সর ডিএক্স টেলের হেড অব রিটেল অপারেশন জে এম হাসান সাইফ বলেন, আমরা মেলায় শাওমির সব পণ্য নিয়ে থাকছি। কিছু পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় থাকবে। এছাড়াও, আরও অফার থাকছে।

মেলা বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হলেও বিকেল চারটায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। যা থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার রোগীর চিকিৎসায় দান করা হবে।

আর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

এই আয়োজনের সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকমে পাওয়া যাবে।

এছাড়াও, প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখতে হবে মেলার ইভেন্ট পেইজে

মেলায় সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মটোরোলা। পার্টনার রয়েছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকার।

Techshohor
[ June 30, 2019 by maker 0 Comments ]

স্মার্টফোন মেলায় চলতি বছরের সব জনপ্রিয় হ্যান্ডসেট

রিয়াদ আরিফিন, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীতে আবারও শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় স্মার্টফোন ও ট্যাব মেলা।

আগামী ৪ থেকে ৬ জুলাই আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে এক্সপো মেকারের সর্বশেষ এ আয়োজন। মেলায় থাকছে নামি-দামী সব ব্র্যান্ডের নানান মডেলের নতুন সব স্মার্টফোন।

দেশের বাজারে আসা সর্বশেষ মডেলের খোঁজখবর জানাতে কিংবা বাজেটের সঙ্গে পছন্দের মিল রেখে কোন ব্র্যান্ডের কোন মডেলের হ্যান্ডসেট কিনবেন তা নিয়ে আপনার সংশয় কাটাতে এ প্রতিবেদন।

মেলায় ছাড় ও উপহারসহ কারা অংশ নিচ্ছে তা বিস্তারিত জানা যাবে এ পেইজে

হুয়াওয়ে

এ সময়ের সবচেয়ে আলোচিত ব্র্যান্ড হুয়াওয়ে বেশ কিছু চমক নিয়ে এসেছে চলতি বছর। ব্র্যান্ডটি বেশি বাজেটের ক্রেতাদের জন্য এনেছে পি ৩০ প্রো, মেইট ২০ প্রো’র মত মডেলের স্মার্টফোন, মধ্যম বাজেটে রয়েছে পি ৩০ লাইট, ওয়াই ৯ (২০১৯) কিংবা ওয়াই ম্যাক্সের মত মডেল।

হুয়াওয়ে পি ৩০ প্রো

৮৯ হাজার ৯৯৯ টাকা দামের ফোনটিতে পাওয়া যাবে ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা। ৬ দশমিক ৪৭ ইঞ্চি ২৩৪০*১০৮০ পিক্সেল রেজুলেশনের ওলেড ডিসপ্লেতে ১৬ দশমিক ৭ মিলিয়ন কালার উপভোগ করা যাবে।

৪২০০ অ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে রিয়ার ক্যামেরায় চমক হিসেবে থাকছে ৩ টি ক্যামেরা। ক্যামেরা সেটআপে থাকছে ৪০ ও ২০  মেগাপিক্সেলের দুটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সলের একটি টেলিফটো লেন্স। আর সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। হুয়াওয়ের নিজস্ব ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯৮০ এ চলবে এই ফোনটি।

 

হুয়াওয়ে পি ৩০

হুয়াওয়ে পি ৩০ প্রো এর চাইতে ডিসপ্লে সাইজ কিছুটা কমিয়ে ৬.১ ইঞ্চি ও ব্যাটারি ৩৬৫০ মিলিঅ্যাম্পিয়ার  দেয়া হয়েছে পি ৩০ মডেলে। এছাড়া ব্যাক ক্যামেরাতে ৪০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এর সাথে ২০ এর পরিবর্তে থাকছে ১৬ মেগাপিক্সলের লেন্স ও  ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এই পরিবর্তনগুলো ছাড়া পি ৩০ প্রো এর অনুরুপ কনফিগারেশনের ফোন হুয়াওয়ে পি৩০ কিনতে গুনতে হবে ৬৪ হাজার ৯৯৯ টাকা।

এছাড়াও এই সিরিজের আরেকটা স্মার্টফোন রয়েছে, যার কনফিগারেশন কমিয়ে মধ্যম বাজেটের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে পি ৩০ লাইট

এই মডেলে পাওয়া যাবে ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। পিছনের ক্যামেরায় থাকছে ২৪, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সেলফিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কাইরিন ৭১০ প্রসেসরের এই ফোনে যুক্ত থাকছে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

এই মডেলগুলো ছাড়াও চলতি বছরে বাজারে আসা হুয়াওয়েও আরো কিছু মডেল, ৮৯,৯৯৯ টাকা দামের হুয়াওয়ে মেইট২০, ২১,৯৯৯ টাকা দামের ওয়াই ম্যাক্স, ১৯,৯৯৯ টাকা দামের হুয়াওয়ে ওয়াই ৯ (২০১৯) , ১৪৯৯০ টাকা দামের হুয়াওয়ে ওয়াই ৭ (২০১৯), ৯৯৯৯ টাকায় হুয়াওয়ে ওয়াই (৫ ২০১৯)।

স্যামসাং

মধ্যম থেকে উচ্চমানের ক্রয়ক্ষমতার ক্রেতাদের কথা চিন্তা করে স্যামসাং চলতি বছরে দেশের বাজারে বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে।

চলতি বছর স্যামসাং তাদের ফ্লাগশিপ সিরিজের সর্বশেষ সংস্করণ এস১০ সিরিজের তিনটি ভিন্ন মডেল নিয়ে আসে। স্মার্টফোনগুলো হলো গ্যালাক্সি এস১০, এস১০+ ও এস১০ই।

গ্যালাক্সি এস ১০ 

৬ দশমিক ১ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লের এই ফোনের রেজুলেশন ৩০৪০*১৪৪০ পিক্সেল। ৮ গিগাবাইট র‍্যামের ফোনটি চলবে স্যামসাংয়ের নিজস্ব এক্সাইনোস ৯৮২০ অক্টাকোর প্রসেসরে। ১২, ৫ ও ১৬ মেগাপিক্সেলের তিন ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ব্যাক ক্যামেরায় আর সেলফি তোলার জন্য থাকবে ১০ মেগাপিক্সলের ক্যামেরা। ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোনে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা মিলবে।

ফোনটি কিনতে হলে ক্রেতাদের গুনতে হবে ৮৯ হাজার ৯৯০ টাকা।

 

এছাড়া এস ১০ এর আরেকটি উন্নত সংস্করণ এস ১০ প্লাস যেটির ডিসপ্লে সাইজে ৬ দশমিক ৪ ইঞ্চি এবং ক্যামেরায় এস ১০ মডেলের চাইতে খানিকটা উন্নত। এস ১০ প্লাস মডেলটি পাওয়া যাবে ৯৯ হাজার ৯৯০ টাকায়।

এই সিরিজের ৬ গিগাবাইট র‍্যাম ও ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লের আরেকটি সংস্করণ হলো গ্যালাক্সি এস১০ই, যেটার দাম ধরা হয়েছে ৭৪ হাজার ৯০০ টাকা। তবে এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরার পরিবর্তে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ব্যাটারি ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার।

গ্যালাক্সি এ৭০ 

স্যামসাংয়ের এ সিরিজের বাজারে আসা সর্বশেষ ফোন হলো গ্যালাক্সি এ৭০। ৩৪ হাজার ৯৯০ টাকা দামের এই ফোনে ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারির এই ফোনে সেলফি তোলার জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে থাকছে ৩২, ৮ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা।

এগুলো ছাড়াও মধ্যম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে ব্রান্ডটি বেশ কয়েকটি মডেল নিয়ে এসেছে চলতি বছর। এগুলোর মধ্যে গ্যালাক্সি এ ৫০ ও এ ৩০ মডেলটি মূল্যছাড়ে কেনা যাবে যথাক্রমে ২৪ হাজার ৯৯০ ও ২০ হাজার ৯৯০ টাকায়।

এছাড়া অপেক্ষকৃত কম বাজেটের ক্রেতাদের জন্য রয়েছে গ্যালাক্সি এম ১০, এ ১০ ও এম ২০ মডেলের হ্যান্ডসেট, যেগুলোর দাম যথাক্রমে ১০ হাজার ৯৯০ টাকা, ১১ হাজার ৯৯০ টাকা ও ১৪ হাজার ৯০০ টাকা।

অপ্পো

চীনা স্মার্টফোন নির্মাতা অপ্পো এই বছর ‘অপ্পো রেনোর’ মত নতুন প্রযুক্তির স্মার্টফোন নিয়ে এসেছে।

অপ্পো রেনো ১০ এক্স জুম

৮ গিগাবাইট র‍্যামের ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্লিপ ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পিছনের ক্যামেরায় ৪৮, ১৩ ও ৮  মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ৬ দশমিক ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে। ৪০৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি মিলবে অপ্পোর ভিওওসি ৩.০ চার্জিং প্রযুক্তি, যাতে দ্রুত ব্যাটারি চার্জ করে নেয়া যাবে। ফোনটির মূল্য ধরা হয়েছে ৭৯ হাজার ৯৯০ টাকা।

অপ্পো রেনো নামের আরেকটা কম কনফিগারেশনের সংস্করণ পাওয়া যাবে ৪৯ হাজার ৯৯০ টাকায়।এটিতে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৭১০ আর ব্যাটারি ৩৭৬৫ মিলিঅ্যাম্পিয়ার।

এছাড়াও ব্র্যান্ডটির এফ ১১, এফ ১১ প্রো মডেল দুইটি পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকা ও ৩৬ হাজার ৯৯০ টাকায়। স্বল্প বাজেটে এ১কে ও এ৫এস মডেলটি পাওয়া যাবে ১১ হাজার ৯৯০ ও ১৪ হাজার ৯৯০ টাকায়।

শাওমি

স্বল্প ও মধ্যম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে চীনা অ্যাপনখ্যাত ব্র্যান্ড শাওমি দেশের বাজারে বেশ কিছু স্মার্টফোন নিয়ে এসেছে।

শাওমি রেডমি নোট ৭ প্রো

৪৮ ও ৫ মেগাপিক্সলের ডুয়াল ব্যাক ক্যামেরায় ফোনটি কেনা যাবে ২১ হাজার ৪৯৯ টাকায়। ৪ গিগাবাইট র‍্যামের এই ফোনটি চলবে স্নাপড্রাগন ৬৭৫ প্রসেসরে। মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা। সেলফি তুলতে মিলবে ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য থাকবে কুইক চার্জ ৪.০ প্রযুক্তি।

এছাড়াও শাওমির যারা স্বল্প বাজেটে মোটামুটি চলনসই স্মার্টফোন রেডমি ৭। দীর্ঘস্থায়ী ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে মিলবে ১২+২ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা। আর সামনে থাকবে ৮ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা। স্নাপড্রাগন ৬৩২ প্রসেসরের এই ফোনটি ২ ও ৩ গিগাবাইট র‍্যামের দুটি আলাদা সংস্করণের পাওয়া যাবে। ফোনটির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯৯ ও ১৩ হাজার ৯৯৯ টাকা।

এই ফোনের বিস্তারিত জানা যাবে টেকশহরডটকমের রিভিউ পাতায়

ভিভো ভি ১৫ প্রো

৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরার এই ফোনটিতে মিলবে ৬ গিগাবাইট র‍্যাম। ব্যাক ক্যামেরায় থাকছে ৪৮,৮ ও ৫ মেগাপিক্সেলের তিন ক্যামেরা সেটআপ। ফোনটি চলবে কোয়ালকম স্নাপড্রাগনের ৬৭৫ প্রসেসরে, যাতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার। ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জিং এ থাকবে ভিভোর ডুয়াল ইঞ্জিন চার্জিং প্রযুক্তি, যা দ্রুত চার্জ করবে। ফোনটিতে ৬ দশমিক ৩৯ ইঞ্চির আল্ট্রা ফুল ভিউ ডিসপ্লে থাকবে যার রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল। ফোনটি ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের এই ফোন কিনতে লাগবে ৩৯ হাজার ৯৯০ টাকা।

Bangladesh Today
[ June 30, 2019 by maker 0 Comments ]

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন নতুন ফোন ও নানা ছাড়ে স্মার্টফোন মেলা

দেশের সকল ব্যবহারকারীদের আদুনিক সব স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার যাচাই করার জন্য ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে হতে যাচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো (সামার) ২০১৯’। আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে এই মেলা।

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি দ্বাদশ প্রদর্শনী। এ উপলক্ষে ৩০ জুন রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সংবাদ সম্মেলন’ এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর জুনিয়র সালাহউদ্দীন সানজি, অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী, ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইফ, ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে হুয়াওয়ে, অপ্পো, স্যামসাং, শাওমি, ভিভো, মটোরোলাসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ঐদিন বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, মেলায় নতুন বেশ কিছু অফার থাকছে। থাকবে হট সামার, কুল অফার। এ ছাড়াও, আরো অফার থাকবে। মেলায় স্মার্টফোনের পাশাপাশি অ্যাক্সেসরিজ থাকছে। তরুণদের জন্য থাকছে স্মার্টওয়াচ। নতুন কিছু অফার মেলাতেই পাওয়া যাবে।

স্যামাংয়ের মোবাইলের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার এবং ছাড়। থাকবে নতুন দুটি ট্যাব। আরো থাকবে গেমিং জোন।

অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি বলেন, দেশে নতুন সিরিজ অপ্পো রেনে এনেছে অপ্পো। এ ছাড়াও, নতুন হ্যান্ডসেট থাকবে। থাকবে ছাড় ও অফার।

ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ২০১৭ সালে শুর“ করে ভিভো দেশে এখন খুব জনপ্রিয় ব্যান্ড। ভিভো নতুন গেমিং ফোন আনছে। থাকছে আকর্ষণীয় ছাড়, অফার ও ক্যাশব্যাক।

ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইফ, আমরা মেলায় শাওমির সব পণ্য নিয়ে থাকছি। কিছু পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় থাকবে। এ ছাড়াও, আরো অফার থাকছে।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। এ ছাড়াও, থাকবে অন্য আরো অনেক আয়োজন।

এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, অপ্পো ও স্যামসাং। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ডিএক্স টেল ও ভিভো। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মটোরোল এবং পার্টনার এডুমেকার।

মেলায় থাকছে প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন। এ ছাড়াও, প্যাভিলিয়ন ও স্টল থাকবে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র‌্যাফেল ড্র, অনেক প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যান্ডগুলো।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Samakal
[ June 30, 2019 by maker 0 Comments ]

স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

ঢাকায় বসছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো (সামার) ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার শুরু হবে এই মেলা। চলবে শনিবার পর্যন্ত।

রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে হুয়াওয়ে, অপ্পো, স্যামসাং, শাওমি, ভিভো, মটোরোলাসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর জুনিয়র সালাহউদ্দীন সানজি, অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী, ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইফ, ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, মেলায় নতুন বেশ কিছু অফার থাকছে। থাকবে হট সামার, কুল অফার। এ ছাড়াও, আরো অফার থাকবে। মেলায় স্মার্টফোনের পাশাপাশি অ্যাক্সেসরিজ থাকছে। তরুণদের জন্য থাকছে স্মার্টওয়াচ। নতুন কিছু অফার মেলাতেই পাওয়া যাবে।

স্যামাংয়ের মোবাইলের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার এবং ছাড়। থাকবে নতুন দুটি ট্যাব। আরো থাকবে গেমিং জোন।

অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি বলেন, দেশে নতুন সিরিজ অপ্পো রেনে এনেছে অপ্পো। এ ছাড়াও, নতুন হ্যান্ডসেট থাকবে। থাকবে ছাড় ও অফার।

ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ২০১৭ সালে শুরু করে ভিভো দেশে এখন খুব জনপ্রিয় ব্যান্ড। ভিভো নতুন গেমিং ফোন আনছে। থাকছে আকর্ষণীয় ছাড়, অফার ও ক্যাশব্যাক।

ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইফ, আমরা মেলায় শাওমির সব পণ্য নিয়ে থাকছি। কিছু পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় থাকবে। এ ছাড়াও, আরো অফার থাকছে।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। এ ছাড়াও, থাকবে অন্য আরো অনেক আয়োজন।

Prothom Alo
[ June 30, 2019 by maker 0 Comments ]

রাজধানীতে বসছে স্মার্টফোন মেলা

দেশের ব্যবহারকারীদের সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে হতে যাচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো (সামার) ২০১৯’।

আগামী ৪ (বৃহস্পতিবার) থেকে ৬ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হবে এই মেলা।

মেলা উপলক্ষে আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজকেরা। সেখানে বিভিন্ন স্মার্টফোন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।

আগামী বৃহস্পতিবার সকাল দশটা থেকেই দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। ওই দিন বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র‍্যাফেল ড্র, অনেক প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যান্ডগুলো।